শিশুর সাবধানতা সম্বন্ধে কয়েকটি সাধারণ নিয়ম নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে আজ। এই বিষয়গুলো বারবার মনোযোগ সহ পড়ার পরে সে অনুযায়ী কাজ করতে হবে।
শিশুর সাবধানতা সম্বন্ধে কয়েকটি সাধারণ নিয়ম

- ঘরের সব ওষুধপত্র শিশুর নাগালের বাইরে এবং তালাবদ্ধ করে রাখবেন ।
- পুরোনো বোতল বা শিশিতে যদি অন্য কোনো রাসায়নিক দ্রব্য রাখেন, তাতে অবশ্য নাম লিখে রাখবেন এবং কখনোই ওষুধপত্রের সঙ্গে বিষাক্ত কোনো তরল পদার্থ রাখবেন না ।
- সব ওষুধপত্র খাবার থেকে যতটা সম্ভব দূরে রাখবেন ।
- ইলেকট্রিক তার কখনোই মেঝের উপর দিয়ে বা খুব নিচ দিয়ে ঘরে টানবেন না ।
- ইলেকট্রিক পয়েন্ট যতটা সম্ভব উপরে রাখবেন এবং সব সময় সেফটি কভার লাগিয়ে রাখবেন ।
- রুম হিটার ব্যবহার করলে তা অবশ্যই শিশুর নাগালের বাইরে রাখবেন ।
- শিশুকে শেখাবেন ওতে হাত পুড়ে যায় ৷
- পিন, সুচ, দেশলাই, লাইটার, ছুরি, কাঁচি শিশুর নাগালের বাইরে এবং তালাবদ্ধ করে রাখবেন ।
আরও দেখুনঃ