শিশুর দেরিতে কথা বলা – যা জানতে হবে

শিশুর দেরিতে কথা বলা নিয়ে আজ আলাপ করবো। শিশুর বয়স ৩ বছর ৯ মাস অথচ টা-টা, মা— দুটো শব্দ ছাড়া আর কোনো শব্দই সে বলতে পারে না যদিও ও বোবা-কালা নয়, কারণ টিভির দুই একটা নির্দিষ্ট বিজ্ঞাপন শুনতে পেলেই দেখি ও যে ঘরেই থাকুক, একছুটে টিভির সামনে চলে আসে, অথচ ওর নাম ধরে ডাকলে ও সাড়া দেয় না, তাকায় না! এমন ভান করে যেন আমাদের ডাক ওর কানেই যাচ্ছে না |

 

শিশুর দেরিতে কথা বলা | শিশুর প্রতিদিনের পরিচর্যা

শিশুর দেরিতে কথা বলা

এছাড়া আরও একটা জিনিস লক্ষণীয়, বাথরুমের একটা শ্যাম্পুর বোতল নিয়ে খেলতেই ও বেশি ইন্টারেস্টেড, অন্য খেলনা দিলে ছুঁয়েও দেখে না! শিশুর এমন আচরণ দেখে বেশ চিন্তা হওয়াই স্বাভাবিক । কারণ সমবয়সি অন্য শিশুরা ওর থেকে মাত্র ৩ মাসের বড়ো । অথচ সুন্দর কথা বলে, অন্যদের নানা প্রশ্ন করে । কিন্তু এ শিশু এখনো এসব কিছুই করছে না! পরিবারের অন্যরা যদিও বলছেন অনেক শিশু দেরিতে কথা বলে, কিন্তু বাবা-মায়ের খুব টেনশন হওয়াই স্বাভাবিক।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ ব্যাপারে মনোচিকিৎসকের পরামর্শ হচ্ছে এ শিশুর নিশ্চয়ই স্পিচ ডেভেলপমেন্ট দেরিতে হচ্ছে, যার জন্য ওর এই সমস্যা দেখা দিচ্ছে। এক্ষেত্রে প্রথমেই দেখতে হবে ওর কথা শুনতে কোনো সমস্যা রয়েছে কি না । যদিও নিশ্চিত ওর কথা শোনায় কোনো সমস্যা নেই, তবুও বলব, এ ব্যাপারে একশ ভাগ নিশ্চিত হতে আগে ওকে কোনো ভালো ইএনটি স্পেশালিস্ট দিয়ে একবার টেস্ট করিয়ে নিন । যদি দেখেন তাতে কোনো সমস্যা নেই, তাহলে জানবেন শিশু দেরিতে কথা বলার জন্য আরও ৩-৪ ধরনের কমন সমস্যা রয়েছে, যার মধ্যে প্রথম এবং প্রধান হলো অটিজম।

উপর্যুক্ত সমস্যাগুলো সাধারণত অটিজম রোগের উপসর্গ হিসেবেই দেখা দেয় । এই অটিজম হলো এক ধরনের ব্রেন ডিজঅর্ডার । এর প্রকৃত কারণ জানা না গেলেও এটুকু জানা গেছে, এর ফলে শিশুর ব্রেনের ফাংশন, কাজকর্ম অন্য সাধারণ শিশুর ব্রেনের থেকে অন্যভাবে চালিত হয়। যদিও এই রোগ ধরার কোনোরকম ব্লাড বা জেনেটিক টেস্ট নেই । এটা সাধারণত শিশুর কথা বলা, আচরণ, তাদের টিপিক্যাল কিছু কার্যকলাপ থেকেই ধরা হয়।

তবে রিসার্চে প্রমাণিত, প্রথম স্টেজে ধরা পড়লে অনেক সময়ই ঠিক চিকিৎসায় এই রোগ সেরে ওঠে । তাই প্রয়োজন কোনো চাইল্ড সায়কায়াট্রিস্ট কিংবা ডেভেলপমেন্ট পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে যোগাযোগ করে শিশুর সঠিক ডায়াগনসিস, চিকিৎসা করানো ।

শিশুর দেরিতে কথা বলা | শিশুর প্রতিদিনের পরিচর্যা

 

আরও দেখুনঃ

Leave a Comment