বাথরুমে শিশুর সাবধানতা নিয়ে আজকের আলোচনা। আমরা অনেক সময় খেয়াল না করার কারণে নানা রকম দুর্ঘটনা হয়। বাথরুমে শিশুর তেমন কোন দুর্ঘটনা যেন না হয়, তা থেকে সাবধান থাকার জন্য আমরা একটা চেক লিস্ট দিয়ে দিলাম।
বাথরুমে শিশুর সাবধানতা
- বাইরে থেকে হাত বাড়িয়ে বাথরুম বা পায়খানার দরজা যাতে খুলতে পারেন সেটা অবশ্যই লক্ষ রাখবেন ।
- বাথরুমে কাঁচি, ব্লেড ইত্যাদি শিশুদের হাতের নাগালের বাইরে রাখবেন ।
- সাবান বা শ্যাম্পু কখনোই বাথরুমের মেঝেতে রাখবেন না, এতে মেঝে পিচ্ছিল হয়ে যায় ।
- কমোডের ঢাকনা সব সময় বন্ধ রাখবেন ।
- বাথরুমের মেঝে যেন খুব পিচ্ছিল না হয় ।
- যদি বাথরুমের জানালা নিচুতে হয় অবশ্যই তাতে রড লাগাবেন ।
- বাথরুমে শিশুকে একা রাখবেন না ।
- গরম পানি সরবরাহের ব্যবস্থা থাকলে অবশ্যই শেখাবেন যে কোন কল দিয়ে গরম ও কোনটা দিয়ে ঠান্ডা পানি পড়ে ।

আরও দেখুনঃ